ঝিনাইদহের মহেশপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় ঝিনাইদহের মহেশপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সু-চন্দন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, ঝিনাইদহের খুলনা বিভাগীয় দায়িত্বে (বি ও এ) অনুর্ধ-১৭ জয়নাল আবেদীন। প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারী স্কুল গুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
No comments