কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছাল কোভিড-১৯ ভ্যাকসিন

মো:রোজনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে কোভিড-১৯ ভ্যাকসিন। ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২ টার সময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ 'শ ৭৮ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন, আসে   ভ্যাকসিন বহনকারী এ্যাম্বুলেন্সটি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান খান রিপন,উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার - পরিকল্পনা কর্মকর্তা ড.আব্দুর রশিদ জানান, সারা দেশের ন্যায় আগামী ৭ ফেব্রুয়ারি সুরক্ষা এ্যাপে নিবন্ধনের মাধ্যমে অগ্রঅধিকার ভিত্তিতে ফ্রন্ট লাইনার ও ৫৫ এর উর্ধে বয়স্কদের শরীরে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। 

No comments

Powered by Blogger.