ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ১৩
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে নারী-পুরুষ ও দালালসহ ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বুধবার ভোর রাতে ওই উপজেলার সোলেমানপুর গ্রামের পাকারাস্তা উপর থেকে তাদেরকে আটক করে। দুপুরে আটকের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জ জেলার নয়াপাড়া গ্রামের শামছুন নেহার (৫০) ও মোঃ সাইফুল ইসলাম (১৮), বাগেরহাট, জেলার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মোঃ জলিল হাওলাদার (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৫) একই জেলার চরহুগলা বুনিয়া গ্রামের মোঃ শেখ আব্বাস আলী (৪২), ঢাকা জেলার কামরাঙ্গীর চরবড় গ্রামের মোঃ সেলিম শেখ (৭৭), ভেন্ডাভর গ্রামের মোঃ আবেদ আলী (৩৩), নবীনগর গ্রামের মোঃ নিরব হোসেন (২৫), একই গ্রামের মোঃ আলম দেওয়ান (৫৪), বগুড়া জেলার বেজোড়া গ্রামের লাভলী আক্তার (৩৫)। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টাকালে বাংলাদেশী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর গ্রামের মোঃ সুজন আলী (২৪)কে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন খবরের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে বেশকিছু বাংলাদেশী থেকে ভারতে প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দালালসহ ১৩ জনকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় তাদের নামে মামলা দায়ের করা করেছে। আটকৃতদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
No comments