ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
বিপ্লব খন্দকার, ইবি:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ‘মত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এসময় ভিসির সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান উপস্থিত ছিলেন। পরে ক্রমানয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ‘মুক্তির আহবান’ ম্যুরালেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তলোন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ বিশ্ববিদ্যালয়ের মুল ফটক, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচারিত হচ্ছে।
No comments