৬০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
বিপ্লব খন্দকার, ইবি:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ল্যাপটপ, ডেক্সটপ ক্রয়ের জন্য শিক্ষাঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ‘প্রযুক্তি বিকাশ অগ্রণী’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার টাকা ঋণ পাবে। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্র, ১৮ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৭০৪ তম সভায় ‘প্রযুক্তি বিকাশ অগ্রণী’ ঋণদান কর্মসূচি আনুমোদন হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ হতে ৪র্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীদেরকে ৭% সুদ এ ঋণ দেয়া হবে। ঋণ পরিশোধের জন্য ২য় বর্ষের শিক্ষার্থীরা ৪ বছর, ৩য় বর্ষের ৩ বছর ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ২ বছর সময় পাবে।
শিক্ষাঋণের ব্যাপারে শিক্ষার্থীদের অবগতি ও প্রয়াজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
No comments