ইবির দা’ওয়াহ বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

বিপ্লব খন্দকার, ইবি:-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের প্রফেসর ড. অলী উল্ল্যাহ।সোমবার বেলা ১১টায় বিভাগর সভাপতির কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. রহিম উল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদর ডিন প্রফেসর ড. সোলায়মান। এছাড়াও বিশেষ অতিথি ও বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোস্তফা কামালসহ বিভাগর অন্যান্য শিক্ষকসহ বিভিন বিভাগর শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মুহা. কামরুজ্জামান।

উল্লেখ্য, গত ৬ মার্চ সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. শহীদ মু. রেজওয়ানের দয়িত্বের মেয়াদ শেষ হলে জ্যষ্ঠতার ভিত্তিতে তিনি এ দায়িত্ব পান। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।


No comments

Powered by Blogger.