ঝিনাইদহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের আস-সুন্নার ট্রাষ্ট’র সেমিনার কক্ষে জোহান পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয়। এসময় শহরের বিভিন্ন এলাকার ১’শ ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সহায়তা ও ইফতার তুলে দেন জোহান এগ্রো ফুড’র স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আস-সুন্নাহ ট্রাষ্ট’র সদস্য সচিব আব্দুর রহমান, শিক্ষক সাইদুর রহমানসহ অন্যান্যরা।

এসময় মোয়াজ্জেম হোসেন বলেন, পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত মুমিনদের জন্য অগণিত সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে। রমজান মাসে মহান আল্লাহতায়ালা প্রতিটি নফল কাজের সওয়াব ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজানকে দানের মাস হিসেবে গ্রহণ করা রাসুলের (সা.) নির্দেশনা। এ জন্য প্রত্যেক রোজাদারের উচিত নিজের সাধ্য অনুযাযী অনাথ, আর্ত, সহায়-সম্বলহীন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দানের হাত বাড়িয়ে দেওয়া।

No comments

Powered by Blogger.