ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে জরিমানা

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। শনবিার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্তর, পোস্ট অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মানাসহ নানা অপরাধে ১৭ জনকে ১০০ টাকা ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।

 ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে স্বাস্থ্য বিধি মানতে মানুষকে সচেতন করা হচ্ছে।




No comments

Powered by Blogger.