ঝিনাইদহে ক্রনিক রোগের উপর আয়ুর্বেদিক ঔষধের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ক্রনিক রোগের উপর আয়ুর্বেদিক ঔষধের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফুড সাফারি মিলনায়তনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় ‘বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা) এ কর্মশালার আয়োজন করে।

সংগঠনটির সভাপতি শিবব্রত রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের বিপিসি ও যুগ্ম সচিব, কো-অর্ডিনেটর আব্দুর রহিম খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বামা সিনিয়র সহ-সভাপতি এ বি এম গোলাম মোস্তফা।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: বাবুল আক্তারের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন, ঝিনাইদহ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক রেহান হোসেন। বক্তব্য রাখেন, বামা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর, সেতু ল্যাবরেটরীজ’র স্বত্তাধীকারী আহাম্মদ আলী বিশ্বাস। বামা কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় প্রধান আকরাম হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বামার সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার কবিরাজ, আয়ুর্বেদিক ঔষধ কোম্পানীর প্রতিনিধিসহ ৭০ জন অংশগ্রহণ করে। কর্মশালায় জটিল রোগের চিকিৎসায় আয়ুর্বেদিক ঔষধের ব্যবহার বিষয়ক নানা প্রশিক্ষক প্রদাণ করা হয়।

No comments

Powered by Blogger.