রোজিনা ইসলামের মুক্তির দাবি ও সাংবাদিকের গলা চেপে ধরা দূর্নীতিবাজ কর্মকর্তার বিচারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টর-
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, তাকে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তা করা এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। বুধবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ডে অনুষ্ঠিত এই মানববন্ধনে তারা এই দাবি করেন। বক্তারা অবিলম্বে ওই সাংবাদিকের মুক্তির দাবি করেন।
কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাদিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তৃতা করেন ক্রীড়া সংগঠন অজিত ভট্টার্চায্য, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, দিনকাল পত্রিকার প্রতিনিধি জাকারিয়া হোসেন, মাই টিভির প্রতিনিধি মিঠু মালিথা, কালেরকন্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, আর টিভির প্রতিনিধি শিপলু জামান,
বক্তারা বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ওই খাতের সব অনিয়ম আর দূর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
No comments