কালীগঞ্জে বেদে পল্লীতে শিশু খাদ্য বিতরণ



স্টাফ রিপোর্টার -

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ও বারোবাজার বেদে পল্লীর শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ দুই বেদে পল্লীর ২৫০ পরিবারের শিশুদের গুড়া দুধ, চিনি, সুজি ও বিস্কুট বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃাবৃন্দ।



No comments

Powered by Blogger.