হরিণাকুন্ডুতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রাঘাতে নিয়াজ উদ্দিন নামের (৬০) এক কৃষক নিহত হয়েছেন। সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নিয়াজ উদ্দিন হরিণাকুন্ডু শহরের পার্বতিপুর এলাকার টুনা মিয়ার পুত্র।
নিহতের স্বজন সুমন জানান, রোববার সন্ধ্যায় নিয়াজ উদ্দিন শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠে গরু আনতে যান। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।
No comments