ঝিনাইদহে বিশ্ব দুগ্ধদিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

“ প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধদিবস  পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে  প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারী, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। এছাড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী,  ডেইরী ফার্মার এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ ফারুকসহ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও  উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

বক্তারা, নিরাপদ দুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সকলকে প্রতিনিয়ত দুধ পান করার আহবান জানান।


No comments

Powered by Blogger.