ঈদের সকালে ঝিনাইদহে সাপের দংশনে নানী-নাতির মৃত্যু

এম এ কবীর,ঝিনাইদহ -

ঈদের সকালে ঝিনাইদহে সাপের দংশনে নানী ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নানী ও নাতি হলো- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তরিকুল ইসলাম (২২)।

ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু পুত্র ও স্ত্রীকে নিয়ে খাটের উপর এবং নানী নতিরন নেছা মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিষাক্ত সাপ প্রথমে নানীকে দংর্শন করে।  সেময় নানী ছটফট করতে থাকে। অন্ধকারেই খাট থেকে নেমে এসে তরিকুল নানীর গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করে। ওই সময় নাতীকেও সাপে দংর্শন করে। শরীরে যন্ত্রণা শুরু করলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে। এক পর্যায়ে  ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনিও মৃত্যু বরন করেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 


No comments

Powered by Blogger.