ঝিনাইদহে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই প্রশাসনের নজরদারি

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে লকডাউনের ১২তম দিনে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়, সড়ক-মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। সকাল থেকেই বাজারে গাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা, শহরে বেড়েছে মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মেনে চলাতো দুরের কথা মাস্ক পরতে দেখা যায়নি অনেকের। এমন পরিস্থিতিতেও নেই প্রশাসনের তেমন কোন নজরদারি । যেখানে প্রতিনিয়তই সংক্রমন বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। 

এমন পরিস্থিতিতে প্রশাসন ও পুলিশ বিভাগের তদারকি না বাড়ালে সংক্রমনের হার বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।


No comments

Powered by Blogger.