ইবিতে “পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা পদ্ধতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এর সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
কর্মশালায় আলোচকবৃন্দ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা পদ্ধতির দিকে ধীরে ধীরে যাচ্ছে। মহামারী করোনা পরিস্থিতি কবে নাগাদ শান্ত হয় তার বলা কঠিন। অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত যুগোপযোগী। জানান, অনলাইন সুবিধা আমাদের যতটুকু আছে, তা দিয়েই আমাদের কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি অনলাইনে কার্যক্রম পরিচালনার নানান সীমাবদ্ধতাগুলো অধ্যাপকদের সাথে অনেক শিক্ষার্থী তুলে ধরার চেষ্টা করেছেন।
No comments