ঝিনাইদহ ডাকবাংলা বাজারে পুলিশের "ওপেন হাউজ ডে" পালিত

সাইফুল ইসলাম ডাকবাংলা (ঝিনাইদহ) থেকে-

মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার,পারিবারিক সহিংসতা ইভটিজিং, বাল্যবিবাহ,আত্মহত্যা ও শিশু নির্যাতনকে না বলি এই স্লোগান  নিয়ে ডাকবাংলা বাজারে পুলিশের "ওপেন হাউজ ডে" পালিত হয়েছে। 
 
সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেল এস পি আবুল বাসার, সদর থানার  ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা অতিরিক্ত তদন্ত কর্মকর্তা ইমদাদ শেখ, ডাকবাংলা ক্যাম্পের এস আই বিল্লাল হোসেন, এ এস আই মাখোন বিশ্বাসসহ আরও উপস্থিত ছিলেন  সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, সাগান্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমূখ ।


পুলিশ কর্মকর্তাগন বলেন,নিজেদের স্বস্ব জাতির সন্তানদেরকে ইসলামি শিক্ষাই শিক্ষীত করুন। সাথে সাথে নামাজের জন্য তাগিদ দিন নিজে নামাজ পড়ুন এবং সন্তানদেরকে শিক্ষা দিন। আরও বলেন আমরা ঝিনাইদহকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত হিসাবে গড়তে চাই। থানায় কোন প্রকার অর্থ ছাড়াই সেবা প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.