কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে পাঁচলক্ষ্য টাকা করে ঋণ বিতরণ

 এনামুল হক সিদ্দীক কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে-

ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড স্বল্প সুদে বীর মুক্তিযোদ্ধাদের ঋণ বিতরণ করেছে। এ উপলক্ষে রোববার ব্যাংকটির কালীগঞ্জ শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু এবং  ঝিনাইদহ ও মাগুরা অঞ্চলের সোনালী ব্যংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ইকবাল কবির। ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ম্যানেজার কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমারি শিক্ষক জগদিশ চন্দ্র দেবাদী, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা হেলাল সর্দার। অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকটি মাত্র সাত শতাংশ সুদে  মুক্তিযোদ্ধারা এই ঋণ নিতে পারবেন। ব্যাংকটি প্রত্যেক মুক্তিযোদ্ধাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋন প্রদান করবে। কালীগঞ্জ উপজেলায় ২৮৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। এর আগে তিন লক্ষ্য টাকা পর্যন্ত ঋণ দিয়েছিল ব্যাংকটি। বর্তমান মুক্তিযোদ্ধাদের পাঁচ লক্ষ্য টাকা করে ঋণ দিয়ে উদ্বোন করনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ।


No comments

Powered by Blogger.