মহেশপুরে কৃষক মনছুর হত্যার ৩ মাসেও গ্রেফতার হয়নি আসামী, পুলিশের গাফলতিকে দুষছে ভুক্তভোগী পরিবার জানান সংবাদ সম্মেলনে

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মনছুর হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও আজও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী পরিবার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের গত ২৩ মে ওই গ্রামের কৃষক মনছুর আহম্মেদকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারধর করে একই এলাকার মহারম আলী ও তার দুই ছেলে নুরুন্নবী সজিব, শিহাব উদ্দিন সাকিব, স্ত্রী কহিনুর বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থান অনবতি হলে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৮ তারিখে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম পারভেজ বাদী হয়ে মহেশপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। 

মামলার বাদী  মাসুম পারভেজ অভিযোগ করে বলেন, আমার পিতা হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও পুলিশ আজও কাউকে গ্রেফতার করেনি। আসামীদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আসামী গ্রেফতারে পুলিশের গাফলতি আছে। তিনি বলেন, যারা হত্যাকান্ডের সাথে জড়িত তারা প্রতিনিয়ত মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে। যার কারণে আমরা পরিবারের সকলেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলন থেকে নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, আজ পর্যন্ত একজন আসামীকেও পুলিশ গ্রেফতার করেনি। ইচ্ছে করে করেনি নাকি অন্যকোন কারন আছে তা আমরা অবগত না। আজ পর্যন্ত পুলিশের কোন উল্লেখযোগ্য কর্মকান্ড আমার দেখিনি। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।

No comments

Powered by Blogger.