কালীগঞ্জে ৫০০ জনকে করোনাকালীন খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার -

‘ভরসার নতুন জানালা’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তজনীয়  নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও বিসেফ ফাউন্ডেশন এর সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের  ৫০০ জনকে এই সহযোগিতা প্রদান করা হয়। 

রোববার সকালে  সুনিকেতন পাঠশালা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  সাদিয়া জেরিন। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কৌশিক খান, উপজেলা সমবায় অফিসার মো: আসাদুজ্জামান,  মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার ম্যানেজার দবির উদ্দিন,  একটি বাড়ি একটি খামারের ম্যানেজার  শাহরিয়ার আলম, কালীগঞ্জ থানার এস আই জাকিরুল ইসলাম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান মিজান, সুফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে ৫০০ জনকে  চাউল ও ডাল বিতরন করা হয়।


No comments

Powered by Blogger.