ঝিনাইদহের কালীগঞ্জে ‘বাংলাদেশ পুলিশ’ নামে ফেসবুক পেজ ও গ্রুপ খুলে বিভ্রান্তি/ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি দল ইং-১৬/০৯/২০২১ তারিখ কালিগঞ্জ থানাধীন বারোবাজার নামক স্থানে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ‘বাংলাদেশ পুলিশ’ নামে ফেসবুক পেজ ও গ্রুপ খুলে পুলিশের নিয়োগ সহ বিভিন্ন তথ্য পোস্ট করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে।উক্ত সংবাদ এর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য
কালীগঞ্জ উপজেলর দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আসামী ১।মোঃ আনারুল ইসলাম (১৯),পিতাঃ ওসমান আলী,মাতা- ডলি বেগম,২।মেহেদী হাসান(১৯),পিতা-মৃত আব্দুস ছাত্তার,মাতা-লাল বানু, সর্ব সাং-দক্ষিন রঘুনাথপুর,থানা- কালিগঞ্জ,জেলা-ঝিনাইদহদের কে জিজ্ঞাসা করলে তারা সত্যতা স্বীকার করে।
এ সময় তাদেরকে গ্রেফতার করা হয় ও তাদের হেফাজত হতে তিনটি মোবাইল ফোন ও দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের হেফাজত হতে জব্দকৃত মালামাল চেক করে অনেক ফেসবুক একাউন্ট এবং ফেসবুক পেজ পাওয়া যায়।
তাদের কাছে এতগুলো ফেসবুক একাউন্ট ও ফেসবুক পেজ সম্পর্কে জানতে চালে তারা কোন সঠিক উত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
No comments