রাতের আঁধারে ঝিনাইদহ সীমান্তে দালালসহ ১১ জন আটক

 

ঝিনাইদহ প্রতিধিনি-

ঝিনাইদহের মহেশপুরের বাশবাড়িয়া গ্রামের মোড় পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০৪ জন (পুরুষ- ০১ জন, নারী- ০২ জন এবং শিশু- ০১ জন) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়

আটককৃত ব্যক্তিরা হলেন মাগুরা জেলার শালিখা থানার দালিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্র রায় এর ছেলে দুলাল চন্দ্র রায় (৭১), দুলাল চন্দ্র রায় এর স্ত্রী প্রমিলা রানী রায় (৫০), মেয়ে কেয়া রায় (২৪) এবং লিমা রায় (২৪)

এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ০১ জনকে (পুরুষ) মোঃ রকি (১৮), পিতা- হায়বার উদ্দিন, গ্রাম- মাথাভাংগা, পোঃ সামন্তা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়

অন্যদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাঞ্চনপুর বীজের পশ্চিম পার্শ্ব হতে বাংলাদেশী ০৬ জন (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০১ জন) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়

আটককৃত ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতয়ালী থানার রাজারহাট গ্রামের আঃ হাকিম এর ছেলে মোঃ রাব্বি (২১), একই জেলার বাঘারপাড়া থানার জোকা গ্রামের বরুন বিশ্বাস এর ছেলে বর্ষন বিশ্বাস (১৯) এবং মেয়ে বাসন্তি বিশ্বাস (২৬), বাসন্তি বিশ্বাস এর মেয়ে ঐশি বিশ্বাস (০৩), চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার আবজাল নগর গ্রামের কালাচান দাস এর ছেলে ছোটন দাস (২৪), রাজবাড়ী জেলার বালিয়াকান্দা থানার সন্ধ্যা গ্রামের দলু বৈরাগীর ছেলে সুখ চাঁদ বৈরাগী (২৫)

৫৮ বিজিবিরি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১()()/১১()  ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের সোপর্দ করা হয়েছে

No comments

Powered by Blogger.