তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূল ধারায় আনার জন্য নিশ্চিত কর্ম দেওয়া হোক।

 এম. এ. কাদের-

বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে (হিজড়া) মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়। ২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো প্রতিষ্ঠান যদি তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ-এর মধ্যে যেটি কম, তা নিয়োগকারী প্রতিষ্ঠানকে কর রেয়াত হিসাবে প্রদান করা হবে। ২০১৪ সালে সরকার হিজড়াদের সাংবিধানিক এবং আইনগতভাবে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ভোটাধিকারসহ সকল নাগরিক অধিকারও দেয়া হয়। কিন্তু হিজড়াদের প্রতি এখনো সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। তাদের কাগজে-কলমে কিছু অধিকার আছে বটে, কিন্তু বাস্তবে স্বাস্থ্য ও শিক্ষায় তারা অবহেলিত। 

আমাদের দেশে প্রায় ১৫ থেকে ২০ হাজার, কারো মতে এর থেকে অনেক বেশী হিজড়া অনিয়মতান্ত্রিক জীবন যাপন করছে। তারা জীবন যাপনের জন্য ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে। এ জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্র ও সমাজ যে দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে, তা রীতিমত অন্যায় । তৃতীয় লিঙ্গের মানুষের আবির্ভাব কখন হয়েছে, তা নিয়ে মতভিন্নতা থাকলেও তৃতীয় লিঙ্গের মানুষগুলোর জন্ম হয়েছে আমাদেরই গর্ভে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের রাষ্ট্রের অন্য সব নাগরিকের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে। এ সমস্ত হিজড়াদেরকে প্রশিক্ষণ ও লেখাপড়ার মাধ্যমে বিভিন্ন কর্মের জন্য উপযুক্ত করে গড়ে তুললেই তারা সমাজের বোঝা নয়, বরং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষদের তেমন কোনো সামাজিক স্বীকৃতি নেই, শুধুমাত্র দৈহিক অপূর্ণাঙ্গতার কারনে তৃতীয় লিঙ্গের মানুষদের ঘৃণার চোখে দেখা হয়; অনেকেই তৃতীয় লিঙ্গের মানুষদের মানুষ বলে মনেই করেন না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সম্মিলিত অন-উদারতাই তাদের জীবনকে অভিশপ্ত করে রেখেছে। হিজড়াদের প্রতি পদে পদে বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাড়িওয়ালা বাড়ী ভাড়া দিতে চায় না, দিলেও বাড়তি ভাড়া আদায় করে। তাছাড়া চলাফেরার সময় অনেকে তাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ছুঁড়ে দেয়। তাই, হিজড়াদের দোষ ধরা শুধু নয়, এখন আমাদেরই তাদের দিকে এগিয়ে যেতে হবে। তাদের জন্য প্রস্তুত করতে হবে একটি মানবিক সমাজ, যে সমাজ লৈঙ্গিক পরিচয়ের কারণে কাউকে অচ্ছুৎ করে রাখবে না। যে সমাজ হিজড়াদেরকেও নারী ও পুরুষের মতই সমান মর্যাদায় বুকে টেনে নেবে। শুধু ভিক্ষাবৃত্তি নয়, হিজড়াদের কর্মের সুযোগ সৃষ্টি করে কর্মে নিয়োগ দিতে হবে। সর্বক্ষেত্রে নির্দিষ্ট হারে কোটা ব্যবস্থা চালু করলে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এগিয়ে যাওয়া সহজতর হবে। 

সকল ছেলে-মেয়েই উত্তরাধিকার সূত্রে বাবা-মার সম্পত্তির ভাগ পেয়ে থাকলেও, বাংলাদেশে উত্তরাধিকার আইন অনুযায়ী পরিবারিক সম্পত্তি ভাগের ক্ষেত্রে হিজড়াদের ভাগ পাওয়ার সুনির্দিষ্ট কোন নিয়ম নেই। এছাড়া পরিবারের সদস্য এবং সমাজের দৃষ্টিভঙ্গিও এ বিষয়ে ইতিবাচক নয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারীদের পারিবারিক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে প্রেক্ষাপট মিলিয়ে স্ব স্ব ধর্মের আইন ব্যবহার হয়ে থাকে। ইসলাম ধর্মের মানুষের সম্পত্তি ভাগাভাগি হয় মুসলিম উত্তরাধিকার আইনের আওতায়। ১৯৬১ সালের মুসলিম উত্তরাধিকার আইন বাংলাদেশে কার্যকর রয়েছে। সেই আইনে হিজড়াদের সম্পত্তির ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘পিতা-মাতা এবং আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতা-মাতাও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, উহা অল্পই হোক অথবা বেশিই হোক, এক নির্ধারিত অংশ’ (সূরা নিসা, আয়াত ১৭৬ পারা-৪)। হিন্দু ধর্মাবলম্বী, খৃস্টান এবং বিভিন্ন সম্প্রদায়ের উত্তরাধিকারের প্রশ্নে কিছু বিধি বাংলাদেশে কার্যকর রয়েছে। কিন্তু সে সব ধর্মেও হিজড়াদের সম্পত্তির অধিকারের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নাই। বাবা-মার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে সমাজে ঠাই না হওয়ায় তারা বাড়ি ছাড়া হয়ে ১৫ থেকে ২০ জনের গোষ্ঠী গড়ে তোলে।  

হিজড়া সন্তান সমাজে উচু, নিচু, ধনী, গরীব, অভিজাত, বনেদী যেকোন পরিবারেই জন্মগ্রহন করতে পারে। কাজেই এদেরকে অবহেলা করার কোন সুযোগ নেই। সমাজে তাদের মর্যাদা না থাকায় পরিবারও তাদেরকে কাছে রাখতে অনীহা প্রকাশ করে। আর এই অবহেলার কারণেই শিক্ষা-দীক্ষা থেকে বঞ্চিত হয়ে জীবন বাঁচানোর তাগিদে তারা অন্ধকার পরিবেশে দলবদ্ধ হিজড়া দলে যোগ দেয়। আমাদেরই সন্তান, তাদের চাওয়া পাওয়া তেমন কিছু না থাকলেও শুধু খাদ্য সংগ্রহের জন্য তারা হাট-বাজারে, বাস টার্মিনালে, রেলস্টেশনে, ফেরীঘাটে, পার্কে ভিক্ষাবৃত্তি, এমনকি অশ্লীল বাক্য ব্যবহার করে চাঁদাবাজি করে থাকে।

তৃতীয় লিঙ্গের এ মানুষগুলোকে অবহেলার চোখে না দেখে প্রতিযোগীতার মাধ্যমে নয় নিশ্চিত কর্ম নির্ধারণ করে দিলেই তাদের পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকবে না। রাষ্ট্রীয় আইন সংশোধনের মাধ্যমে বাবা-মার সম্পত্তিতে অন্যান্য সন্তানদের মত হিজড়াদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ৮ম শ্রেণী থেকে এস, এস, সি পাশ করলে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়া, পিয়ন থেকে শুরু করে প্রশিক্ষণের মাধ্যমে সেবামূলক প্রতিষ্ঠান যেমন হাসপাতালে নিয়োগের সুযোগ নিশ্চিত করা যেতে পারে। তাছাড়া উচ্চতর শিক্ষা গ্রহন করলে উচ্চ পর্যায়ে নিশ্চিত কর্মের ব্যবস্থা করলে তাদেরকে পরিবার তথা সমাজ মূল্যায়ন করবে। ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজিসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে, ফলে মানুষও হিজড়াদের দ্বারা বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাবে এবং দেশের উন্নয়নেও তারা ভূমিকা রাখতে পারবে। 


makader958@gmail.com

No comments

Powered by Blogger.