ঝিনাইদহে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আইন শৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ভূটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী টিপু সুলতান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহা: সোহেল রানা।
পুর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ডে অফিসার এস আই কামাল হোসেন, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লাড্ডু, আবু বক্কর সিদ্দিক, তাছের শেখ, আব্দুর রবসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পৌর এলাকার ভূটিয়ারগাতির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সকলের সহযোগিতা কামনা করে পুলিশ। সেসময় এলাকার মানুষ একটি পরিবারের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, মারধরসহ নানা অভিযোগ তুলে ধরলে পুলিশ তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদাণ করেন।
No comments