ঝিনাইদহ সীমান্ত অবৈধভাবে অতিক্রমকালে আটক ৩জন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পার-গোপালপুর গ্রামের মাঠের মধ্যে মোঃ আলী কদরের মেহগনি বাগানের মধ্যে হতে বাংলাদেশী ০৩ জন (পুরুষ-০২ জন এবং শিশু- ০১ জন) নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার আটেরপাড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৩০) এবং মেয়ে সুইটি সরকার (১৬), একই জেলার সদর থানার চর সোনামুখী গ্রামের অভিমান্য মন্ডল এর ছেলে কাজল মন্ডল(২৫)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
No comments