২০ অক্টোবর শুরু হচ্ছে ইবির অধীনে ফাজিল স্নাতক পরীক্ষা

নাইমুর রহমান বিপ্লব, ইবি:-

২০ অক্টোবর- ২০২১ থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  অধীনে বি এ  ফাজিল স্নাতক (সম্মান) পরীক্ষা। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে নিয়মিত ও অনিয়মিত  এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে মান উন্নত পরীক্ষা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক ( সম্মান) ৪র্থ বর্ষ (মান উন্নত) পরীক্ষা-২০১৬ উপরিউক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে।

পরীক্ষার নিয়মাবলী :- পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন স্ব স্ব প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাতিত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না। মৌখিক পরীক্ষায় পরিক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্মারকলিপি ব্যবহার করতে হবে। সকল পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন করোনার মহামারির জন্য আমরা পররক্ষা নিতে পারিনি। এখন আমরা পরীক্ষার রুটিন দিয়েছি পরিক্ষাটি যাতে সুষ্ঠ ভাবে গ্রহণ করতে পারি এজন্য সংশ্লিষ্ট প্রশাসন এর কাছে একান্ত সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য, পরিক্ষার রুটিন দেখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ক্লিক করুন ( www.iu.ac.bdhttps://documentcloud.adobe.com/link/review?uri=urn:aaid:scds:US:1adb79ed-c81d-4dc6-9294-48999b6167c0

No comments

Powered by Blogger.