ঝিনাইদহে ছাত্রদলের সমাবেশ, বিক্ষোভে পুলিশের বাঁধা

ঝিনাইদহ প্রতিনিধি-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইদু রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায়  বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচী সমাপ্ত করে।


No comments

Powered by Blogger.