ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়।

জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম সাগর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোশারেফ।

পরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারিরীক প্রতিবন্ধীসহ ৬’শ ৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সন্তষ্টি প্রকাশ করেন অসহায় মানুষগুলো।


No comments

Powered by Blogger.