দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহবান

স্টাফ রিপোর্টার-

আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসুচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কালীগঞ্জ শহরের মেই বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা কারেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হিল মাসুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির হাবিবুর রহমান, শিবুপদ বিশ^াস, জামির হোসেন প্রমূখ। 

পরে র‌্যালী নিয়ে যাওয়া হয় উপজেলা পরিষদে। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। আরো উপস্থিত ছিলেন রাশেদ সাত্তার তরু, আজাদ রহমান, মামুনুর রহমান প্রমূখ। সভায় দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন, সাংবাদিক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা সবাই একসঙ্গে লড়াই করার আহবান জানানো হয়।


No comments

Powered by Blogger.