ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে পোড়াহাটি ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। সোমবার দুপুরে বিসিক প্রাঙ্গণে এ সংবর্ধণা প্রদাণ করা হয়।

বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। বিশেষ অতিথি ছিলেন, বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, শিল্প নগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সহ-সভাপতি টিপু সুলতান, সহ-সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান, কোষাধ্যক্ষ নাজমুল হাসান দুলাল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া সংবর্ধনা প্রদাণ করা হয়।


No comments

Powered by Blogger.