ঝিনাইদহে আইনি সেবা প্রাপ্তি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আইনি সেবা প্রাপ্তি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের এইড ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন এইড’র পরিচালক ওয়াহিদুজ্জামান, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খ.আশরাফুন্নাহার আশা।

অনুষ্ঠানে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ও কালীচরণপুর ইউনিয়নের ১৪ টি গ্রামে শতাধিক নারীরা অংশ নেয়। এতে অংশগ্রহণকারীরা আইনি সেবা প্রাপ্তিতে তাদের করনীয়, সেবা না পাওয়া, ভোগান্তিসহ নানা বিষয়ে মতামত দেন। অংশগ্রহণকারীদের এসকল প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। সেই সাথে আগামীতে থানায় আইনি সেবা নিতে আসা ব্যাক্তিদের নানা পরামর্শ প্রদাণ করেন তিনি।


No comments

Powered by Blogger.