ঝিনাইদহে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও অসহায়দের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চাকলা পাড়ায় এ খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করে এসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক এ্যাডভান্সমেন্ট (এসিয়া) নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা (রেজি:) হাসানুজ্জামান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার, সমাজসেবক নুর মোহাম্মদ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২ শতাধিক অসহায়, প্রতিবন্ধী, শিক্ষার্থীদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


No comments

Powered by Blogger.