ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা, দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত ও ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভোটার হওয়ার আহ্বান জানান।
No comments