ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
রমজান উপলক্ষে ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, যুবলীগ নেতা ফারুক হোসেন, সমাজসেবক আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে সদর পৌর এলাকার ৫ হাজার মানুষের মাঝে রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, আলু ও নগদ টাকা বিতরণ করা হয়। আগামী ২২ এপ্রিল পর্যন্ত সর্বমোট ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরিবারগুলো।
No comments