ঝিনাইদহে বিএমএ’র দোয়া ও ইফতার

 

ঝিনাইদহ প্রতিনিধি-

চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ, বিএমএ জেলা শাখার সভাপতি ডাঃ মুন্সি রেজা সেকেন্দার।  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি বর্গ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.