কল্পনার রঙে ঘর রাঙাবে ঝিনাইদহের বার্জার এক্সপেরিয়েন্স জোন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)’র বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ জোনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ম্যানেজার (সেলস) এ কে এম সাদেক নেওয়াজ, ডিভিশনাল সেলস ম্যানেজার আতা-ই মুনির, ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন, ঝিনাইদেহর টেরিটরি ম্যানেজার সিয়ামউজ্জামান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি এ কে এম সাদেক নেওয়াজ বলেন, “ঝিনাইদহ সবসময়ই প্রাণবন্ত ও উৎসবমুখর একটি শহর। আমরা আশাবাদী যে, শহরের কেন্দ্রস্থলে নতুন এই এক্সপেরিয়েন্স জোন উদ্বোধনের মাধ্যমে শহরের মানুষের উৎসব ও উদযাপনে আমরা নতুন রঙ ও মাত্রা যোগ করতে পারব। এখন ঝিনাইদহের মানুষেরা কোনো ঝামেলা ছাড়াই আসল ও সেরা পেইন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবেন।
No comments