ঝিনাইদহে আয়ুর্বেদিক ওষুধের গুণমান নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আয়ুর্বেদিক ওষুধের গুণমান নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফুড সাফারী মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা)।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিবব্রত রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানের ভাচুয়ালি উদ্বোধন করেন বামার সিনিয়র সহ-সভাপতি এ বি এম গোলাম মোস্তফা।

প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক রেহান হাসান। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা: মো.নূরুজ্জামান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য আ. খ মাহবুবুর রহমান সাকী, মাগুরা প্রফুল্লসিংক আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ কবিরাজ তপন কুমার বসু, বামার নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর সেতু ড্রাগ ল্যাবরেটরীর স্বত্তাধীকারী আহম্মেদ আলী বিশ^াস। অনুষ্ঠান পরিচালনা করেন বামার বিভাগীয় প্রধান আকরাম হোসেন। অনুষ্ঠানে ঝিনাইদহের ৬ উপজেলা থেকে আসা শতাধিক কবিরাজ ও আয়ুবের্দিক চিকিৎসক অংশ নেয়। এসময় বক্তারা,  আয়ুর্বেদিক ওষুধের গুণমান নিশ্চিতকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার বিষয়ে নানা প্রশিক্ষণ প্রদাণ করেন।

No comments

Powered by Blogger.