ঝিনাইদহে ৪’শ কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে সার ও বীজ বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সহযোগীতা প্রয়োজন করা হয়।

কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার ৪০০ কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ১০ কেজি পলিথিন ২ বোতল কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.