ঝিনাইদহে অটবি’র নতুন শো-রুমের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জনপ্রিয় ও দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান অটবি লিমিটেড’র শো-রুম উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে শহরের মর্ডান মোড়ে ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন, অটবির হেড অব বিজনেস আহম্মেদ শুকাইরি, যোনাল ম্যানেজার এটিএম শফিকুল ইসলাম, ডিস্ট্রিবিউটর অনিক হাসান ও শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, দেশের ফার্নিচার শিল্পের অন্যতম প্রতিষ্ঠান অটবি। ক্রেতাদের নিরন্তর সমর্থনে ইতিমধ্যে একটি দূরদর্শী ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। দেশীয় ক্রেতাদের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক মানের পণ্যসেবা নিয়ে অটবি পৌঁছে গেছে ঝিনাইদহে। এখানে পাবেন বাসা ও অফিসের আধুনিক ফার্ণিচার সল্যুশন।
No comments