ঝিনাইদহে টিভিএস মোটর’র কাস্টমার মিট
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে টিভিএস মোটর’র কাস্টমার মিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস মোটর’র রিজিওনাল সেলস ম্যানেজার আরিফুর রহমান সুজন, এ্যাসিসটেন্ট ম্যানেজার কাজী আব্দুর রহিম, ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, ঝিনাইদহ টিভিএস মোটর’র ডিলার ও কুদ্দুস অটোস এর স্বত্তাধীকারী কুদ্দুস মিয়া। অনুষ্ঠানে সভায় টিভিএস মটরের গুনাগুন তুলে ধরা হয়। সেই সাথে আরও ভালো সার্ভিস দেওয়ার ব্যাপারে নানা পরামর্শ গ্রহণ করা হয় ব্যবহারকারীদের কাছ থেকে । সভা শেষে শতাধিক মোটর সাইকেল নিয়ে শহরের শোভাযাত্রা বের করা হয়।
No comments