কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে ও বিএনপির কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আইনাল হাসানের জন্য আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অদ্য ১৬ আগষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা, চলমান গনতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার নেতাকর্মীদের রুহের মাগফেরাত, আহত নেতাকর্মীদের সুস্থতা এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,সম্পাদক ও যুগ্ম আহবায়ক আয়নাল হাসান -এর রুহের মাগফেরাত কামনায় ৫টায় কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সফল ছাত্রনেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা আব্দুল জলিল, বিএনপি নেতা আব্দুল গাফ্ফার, মোহাম্মদ আলী খান, ইঞ্জিঃ বাবলুর রহমান, যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আমান উল্লাহ বিপুল,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মিলন হোসাইন, ছাত্রনেতা রাকিব হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কামাল আজাদ, সদস্য রেজাউল ইসলাম, জুমারত আলী জুম্মা, আবু জাফর, আতিকুল ইসলাম, কামরুল ইসলাম মুন্সি, আব্দুস ছাত্তার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,
পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন,কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক, ইমরান হোসেন,যুবনেতা মিলন হোসেন, মিজানুর রহমান, ,সোহেল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, জেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আলোসভায় নেতৃবৃন্দ সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এই অবৈধ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের দাবি করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কারী ফুরকান হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু মঙ্গল কামনা,গুম,খুনের স্বীকার নেতা কর্মীদের রুহের মাগফেরাত, আহত নেতা কর্মীদের সুস্থতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আয়নাল হাসান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
No comments