কালীগঞ্জে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার ॥

দৈনিক প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজাদ রহমানের চাচা ও ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র ডাঃ বাহারুল ইসলামের পিতা সাবেক ইউপি সদস্য কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ম-ল (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না........ রাজেউন)। ষ্টোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে মারা যান। সোমবার দুপুর ২ টায় নিজ গ্রাম চাপালী ঈদগা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমজাদ হোসেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মরহুমের মৃত্যুুর খবর শুনে সকালে তাকে একনজর দেখতে যান ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পরে দুপুরে জানাজা নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন। তার মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।


No comments

Powered by Blogger.