ঝিনাইদহে চোরের হাতে বাগান মালিক খুন
নিহত কৃষক ওই গ্রামের মনু পাঠান (৬৫)। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা।
প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী হালিমা খাতুন ও নাতনী তুলি জানান, রাত সাড়ে ১০ টার দিকে মাল্টা বাগান পাহারা দিতে যান তারা। কিছু সময় পরে অনুমান ১১ টার দিকে মুখে কাপড় বেধে দুই চোর বাগানে ঢুকে পড়ে। তখন চোরদের ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে একজন চোর বাগানের বেড়া টপকে পালিয়ে যায়। অন্যজনকে ঝাপটে ধরেন মনু পাঠান। এসময় চোর তার ( নিহত মনু পাঠান) মাথায় আঘাত করে। সিমেন্টের খুটির ওপর গিয়ে পড়ে সে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্ত্রী হালিমা খাতুন ও নাতনী তুলির চিৎকারে প্রতিবেশী বাগানে ছুটে আসেন এবং লাশ উদ্ধ্রা করে মনু পাঠানের।
সদর থানার ওসি সোহেল রানা রাতেই ঘটনাস্থল পরির্দশন শেষে জানান, নিহত ব্যক্তি এলাকার একজন হতদরিদ্র কৃষক। অজ্ঞাত চোরেরা হত্যা করেছে তাকে। পুলিশ হত্যাকারিদের ধরার জন্য অভিযান শুরু করেছে।চলতি বছরেই প্রথমে ২৫ শতক নিজস্ব জমিতে মাল্টা বাগান করেছিলেন নিহত মনু। চোরের উপদ্রব থেকে বাগানের মাল্টা রক্ষার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি রাতেই পাহারায় যেতেন তিনি। হাতে থাকতো একটি লাঠি। মাঝে মাঝে ছোট ছেলে তুহিন ও নাতনী তুলিও থাকতেন তার সঙ্গে। বাড়ি থেকে বাগানের দুরত্ব অনুমান আধা কিলোমিটার। মনু পাঠানের দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলে শাহিন থাকেন প্রবাসে। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
No comments