ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি- ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চালকের। ঝিনাইদহের শৈলকুপায় বাহিররয়েড়া গ্রামে রবিবার সকালে এই ঘটনা ঘটে। তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে নিহতের নাম রিয়াজুল ইসলাম ।
নিহতের মা আছিরণ নেছা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি এসে ইজিবাইক চালানোর জন্য বের হচ্ছিল। বাইকে
চর্জ না থাকায় ব্যাটারী চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয় । শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে
সে মৃত্যু বরন করেছে।
নিহত রিয়াজুল একজন দারিদ্র কৃষক। কৃষিকাজের পাশাপাশি গত ৪বছর ইজিবাইক চালাতেন। তার ৪মেয়ে ও ১ছেলে। দু মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ।
No comments