গুচ্ছের অধীনে ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতির অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে 'বি' ইউনিটের জন্য ইবি কেন্দ্রে আবেদন করেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় প্রায় ৯৬% শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন 'বি' ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান। 

পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এই সময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

No comments

Powered by Blogger.