ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
ঝিনাইদহ প্রতিনিধি-
মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা’এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহ জেলা প্রশাসন স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব খালেদা খানম।
বক্তব্য রাখেন,পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, প্রশাসক,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকবুল হোসেন।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
No comments