বাংলাদেশি আদ্রীকা বার্ষিক ১ লাখ ডলার বেতনে গুগলে ডাক পেলেন

চিত্রা নিউজ ডেস্ক-

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের আদ্রীকা খান বরিশাল জেলার বাবুগঞ্জের আলী আকবর খান মুনিরা সুলতানার কনিষ্ঠ কন্যা আদ্রীকা বর্তমানে যুক্তরাষ্ট্রেই একটি কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবে কর্মরত আছেন

গত মে তিনি গুগল থেকে চাকরির প্রস্তাব পান। তার বার্ষিক বেতন ধরা হয়েছে লাখ ২০ হাজার ডলার। এছাড়া আরও রয়েছে নানা বোনাস সুযোগ-সুবিধা

আদ্রীকা লেখাপড়া করেছেন গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে। ২০১৬ সালে লেভেল (এসএসসি) পাস করেন এবং অ্যাডিশনাল ম্যাথে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন। ২০১৮ সালে লেভেল পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ২০২১ সালে কমপিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন

আদ্রীকার বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। তার মা মুনিরা সুলতানা একজন গৃহিণী। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তারা। তাদের বড় মেয়ে চিকিৎসক। মেজো মেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে। ছোট মেয়ে গুগলে চাকরি পেয়েছে

আদ্রীকার বাবা আলী আকবর গণমাধ্যমকে বলেছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা

  

No comments

Powered by Blogger.