ঝিনাইদহের কালীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে ০৬ সেপ্টেম্বর ৱ্যাব -৬, (সিপিসি- ২) ঝিনাইদহ ৱ্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে
পারে এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৬:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং তিলাচাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা (ত্রিরমনি দাসপাড়া) গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ নূর রহমান বাচ্চু(৩৮), পিতা- মৃত জামিল সরদার, সাং- বালিয়াডাঙ্গা, ২। শ্রী স্বপন কুমার দাশ(৩৭), পিতা- শ্রী হারান কুমার দাশ, সাং- গোপিনাথপুর, উভয় থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল এবং ০৪টি সিম কার্ডসহ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে
কালীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
No comments