ঝিনাইদহর কালীগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টর-

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দেড় মাসের শিশু নিহত হয়েছে সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন নানা আবুল কালাম

শুক্রবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে। নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সময় মা কোলে থাকা শিশুটি রাস্তার উপর পড়ে গেলে দ্রতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ

  

No comments

Powered by Blogger.