ঝিনাইদহের শৈলকুপায় নকল ওষুধ কারখানার সন্ধান , জরিমানা ৫০হাজার টাকা ।

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপার  ব্রহ্মপুর গ্রামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতবুধবার  রাতে  আলমগীর হুসাইন নামে একব্যক্তির বাড়িতে অভিযান পরিচালিত হয়

শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত আলমগীর রোবেক্স ফার্মার জাইমো প্লাস ঔষধটি ভেজাল উপাদান দিয়ে উৎপাদন করছিল বাজারজাতকরন করছিল বেশ কয়েক মাস ধরে

তিনি আরো জানান, অভিযুক্তের বাড়িতে ঔষধ তৈরির মেশিন, ভেজাল কাচামাল ফাকা প্যাকেট পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে নেওয়ায় মৎস্য পশু খাদ্য আইন ২০১০ আইনবলে ৫০০০০ টাকা জরিমানা করা হয়এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোঃ মামুন খান

অভিযুক্ত ব্যক্তির নিকট হতে মালামাল জব্দ করা হয় ঔষধ তৈরির কাচামাল নষ্ট করা হয়

 

No comments

Powered by Blogger.